বগুড়া সোনাতলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিরাজগঞ্জ এর আঞ্চলিক কার্যালয়ের বাস্তবায়নে ও সোনাতলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সহযোগিতায় Partner প্রকল্প ব্রি গাজীপুরের অর্থায়নে ব্রি হাইব্রিড ধান ৮ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টায় উপজেলার লোহাগাড়া গ্রামে কৃষক আহসান হাবিব এর ১একর জমিতে ব্রি হাইব্রিড ধান বোপন করা হয়। এতে প্রতি বিঘায় প্রায় ৩৪ মণ ধান উৎপাদন হয়েছে।

এসময় মাঠ দিবসে দেশীয় জাতের এ ধান বোপনে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় সিরাজগঞ্জের প্রধান প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার ড. মোঃ আদিল বাদশা, সায়েন্টিফিক অফিসার এসএমএম শাহরিয়ার তন্ময় প্রমূখ।অন্যন্যর মাঝে বক্তব্য রাখেন জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, কৃষক আহসান হাবীব।