দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের টেকনাফ উপজেলার সভাপতি ও টেকনাফ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তারকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।১৫ মে কেন্দ্রীয় বিএনপি’র অফিসিয়াল প্যাডে দলটির সিনিয়র যুগ্ন মহা সচিব রুহুল কবির রিজবী স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেন দেন।

আদেশে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহনের সুনির্দিষ্টি অভিযোগের প্রেক্ষিতে তাহেরা আক্তারকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গেলো জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে অপর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী টেকনাফ জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি মর্জিনা আক্তারকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দল।দলীয় এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন টেকনাফ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্ধ।