মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে ‘স্মার্ট বাংলাদেশ আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল।
অনুষ্ঠানের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার পাভেল দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) গৌতম দাস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন জোয়ারদার।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তাগণ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কর্তৃক গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে এর সফল বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বার্তা বাজার/এইচএসএস