ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। বৃহস্পতিবার ৯ মে শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ নির্বাচনে ২০ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর থেকেই মো. মোমিনুর রহমান সবুজ নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতীকসহ পোস্টার ছেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তিনি নিজেই ফেসবুকে ছবিসহ চশমা মার্কায় পোস্টার ছেড়ে ভোট প্রার্থনা করেছেন। তার পরেই সমালোচনার মুখে পড়েছেন ওই প্রার্থী।
নির্বাচনী অফিস সূত্র বলছে, আগামী ২০ মে প্রতীক বরাদ্দ পাবে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। যদি একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দ থাকে তাহলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিশ্চিত করা হবে।
নির্বাচনে অন্য ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বলছেন, ৪ জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর এক জন মার্কা পেল বাকিদের মার্কা নেই কেন? এছাড়া প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দ না হতেই পোস্টার ছেড়ে কি ভাবে প্রচারণা হয়। এতে নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে।
এ বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোমিনুর রহমান সবুজ বলেন, ‘আমি যে প্রতীক চেয়েছি এইটা আর কোন প্রার্থী চায়নি। তাই ফেসবুকে পোস্টার ছেড়েছি। তবে এইটা যে আচারণ বিধি লঙ্ঘন তা আমি জানতাম না।’
আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, ‘প্রতীক বরাদ্দের আগে পোস্টার করে প্রচারণা করা আচরণ বিধি লঙ্ঘন। কেউ যদি এ ধরণের পোস্টার প্রচারণা করেন তাদের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বার্তা বাজার/এইচএসএস