নোয়াখালী হাতিয়ায় উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ক্ষুদ্রঋণ কর্মসূচী ও দারিদ্র বিমোচন কৌশল শীর্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশীষ চাকমার সভাপতিত্বে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন।

প্রশিক্ষনে হাতিয়ার বিভিন্ন অঞ্চলের সমায় সমিতির সভাপতি সাধারন সম্পাদক ও সমাজ সেবা কার্যালয়ের উপকারভোগীদের মধ্যে ৮০জন নারী পুরুষ উপস্থিত ছিলেন। প্রশিক্ষনে ক্ষুদ্রঋণ নিয়ে মানুষজন কিভাবে তাদের অর্থনৈতিক উন্নতি করতে পারে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

বার্তা বাজার/এইচএসএস