কুষ্টিয়া কুমারখালী যদুবয়রা ইউনিয়ন পরিষদের ৪.৫.৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার মোছাঃ রাজিয়া খাতুন (৪৫) ও তার ছেলে রহিস শেখের বিরুদ্ধে রাস্তার ধারে সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জুন) সকালে যদুবয়রা ইউনিয়নের চর কেশবপুর গ্ৰামে রাজিয়া মেম্বারের বাড়ির সামনে থেকে সরকারি গাছ কর্তনের ঘটনা ঘটেছে।

এই বিষয়ে রহিস শেখ বলেন, আমাদের ঘরের উপরে আম গাছ পড়ে ছিল, সেই কারণে গাছটি কাটা হয়েছে। সরকারি গাছ হলে সরকার নিয়ে যাবে , আমাদের হলে আমরা নিবো।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান জানান, চর কেশবপুর গ্ৰামে রাজিয়া মেম্বার এবং তার ছেলে সরকারি আম গাছ কাটার সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় তহসিলদার কে, জানানো হয়েছে। এর আগেও সরকারি গাছ কেটে বিক্রি অভিযোগ রয়েছে রাজিয়া মেম্বারের বিরুদ্ধে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল আরাফাত জানান, সরকারি গাছ কর্তনের সংবাদ পেলে ইউনিয়ন পরিষদের চৌকিদার কে ঘটনা স্থানে পাঠানো হয়েছে। সরোজমিনে গিয়ে জমি পরিমাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/জে আই