ঈদের পর আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিনদিনের প্রস্তুতি ক্যাম্প শেষে ইংল্যান্ডে পৌঁছেছে তামিম-মুশফিকরা। ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার ফিরতি সিরিজের অপেক্ষায় বাংলাদেশ। ইতিমধ্যে সাকিব-মুস্তাফিজ ব্যতীত দলের সকলেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন। তবে আইরিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে সুসংবাদ পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

গত রবিবার রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে জাতীয় দলের প্রথম বহর। যেখানে যান ১১ জন। আর দ্বিতীয় ভাগ যাবে পরের দিন, সেখানে যান ১১ জন; দুই দফায় মোট ২২ জন গিয়েছে। সাকিব-মুস্তাফিজ-লিটন আলাদা ভাবে গিয়ে দলের সঙ্গে যুক্ত হবেন।

আইরিশদের বিপক্ষে সিরিজের ব্যস্ততার মাঝে আইসিসি কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের। বর্তমানে অবস্থান করছেন ৯ নম্বরে।

অন্যদিকে ব্যাটিংয়ে শীর্ষ পাঁচে জায়গা করেছেন পাকিস্তানের তিন ব্যাটার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত দুই শতকের পর ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ফখর জামান। বর্তমানে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ওপেনার।

বাংলাদেশি পেসারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদ। বর্তমানে তার অবস্থান ৩৮ নম্বরে। মেহেদী হাসান মিরাজ আগের মতোই ১৮ নম্বরে। মুস্তাফিজুর রহমান রয়েছেন ২০ নম্বরে।