টাঙ্গাইলে ঘাটাইল ৬ষ্ঠ উপজেলা পরিষদ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে মঙ্গলবার।তাইতো বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনের জ্বরে কাপছে সর্বদাই।
সবার নজর এখন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী তাসলিমা জেসমিন পাপিয়ার দিকে। তিনি প্রজাপতি মার্কা নিয়ে উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দিন রাত ভোটাদের দারে দারে ছুটে বেড়াচ্ছে বিরামহীন ভাবে।
মঙ্গলবার ১৪ মে উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের সিদ্দিখালী বাজার,গারোবাজার,বাঘারা,সানবান্ধা,খাজনাগারা,সলিংবাজার,তালতলা, মনতলা ইউনিয়নের বিভিন্ন মানুষের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছে।
এ সময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষলীগের সদস্য সচিব আবু বকর সিদ্দিক,মেহেরাব,আসমা সরবানু সহ এলাকার সাধ্রাণ ভোটাররা।
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটা প্রতি মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থী তাসলিমা জেসমিন পাপিয়া জানান প্রজাপতি আমার মার্কা এটা পুর্ব ঘাটাইলের মার্কা আমাকে স্বতর্ফত সারা দিয়ে আমাকে জয়যুক্ত করবে।
বার্তা বাজার/এইচএসএস