বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাস্ট) এর আয়োজনে অধিকার সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের হল রুমে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক জোমাদ্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ব্লাস্ট এর সভাপতি এ্যাডঃ মোঃ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সহ- সাধারণ সম্পাদক এ্যাডঃ ফেরদৌস আরা বেগম, ব্লাস্ট পটুয়াখালী ইউনিট এর সমন্বয় কারী এ্যাডঃ মোঃ আবু বক্কর সিদ্দিক, ব্লাস্ট এর স্টাফ ল’ইয়ার মোঃ আবু সাঈদ খান, শিক্ষক গাজী মোঃ মনিরুজ্জামান, ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য খালেদাসহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, গরীব ও অসহায়দের হয়ে কাজ করে ব্লাস্টের সকল আইনজীবীরা। পটুয়াখালী জেলায় প্রায় ব্লাসের ১৫৬ জন আইনজীবী রয়েছে। তারা সকলেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে অসহায়ের হয়ে। তাই বিনা টাকায় যেকোন আইনি সহায়তা পেতে সকলকে ব্লাস্টের আইনজীবীদের কাছে যাওয়ার আহবান জানান তারা।
বার্তা বাজার/জে আই