চট্টগ্রামে একটি তেলের ডিপো থেকে ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ বিটুমিন চোরাচালান চক্রের সক্রিয় সদস্য আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (০৩ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার।
নুরুল আবছার জানান, দক্ষিণ সোনাইছড়ি এলাকায় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে একটি তেলের ডিপোর ভিতরে কতিপয় ব্যক্তি অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (০২ জুন) রাতে অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় ২টি ট্রাক থেকে সর্বমোট ৫৩ মেট্রিক টন চোরাই বিটুমিন জব্দ করা হয়।
জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ৪৫ লাখ টাকা।
গ্রেফতার আলমগীর হোসেন (৩০) খাগড়াছড়ি জেলার রামগড় থানার উত্তর লাম্পুপাড়া এলাকার জসীম উদ্দিনের ছেলে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তাবাজার/এম আই