লালমনিরহাটের কাকিনায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও তিনজন।
শুক্রবার ২ রা জুন রাত ৮টার সময় কালীগঞ্জ উপজেলার কাকিনা কাছারি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রংপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক মুখোমুখি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও মেডিকেলে নেওয়ার পথে এবং পরবর্তীতে হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়।
নিহতরা হলেন, পাটগ্রাম উপজেলার রহমত পাড়া বেলতলী এলাকার আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৪০)। একই উপজেলার চিলার বাজার এলাকার আতিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান। এবং রংপুরের দর্শনা মোড় এলাকার মুন্নি বেগম ৬০। এঘটনায় আহত আরো ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন তবে তারা আশঙ্কা মুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান জানান, কয়েকজন যাত্রী থাকা একটি সিএনজিকে সামনে থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার সময় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলে তা দ্রুত নিরসন করা হয়।
বার্তাবাজার/এম আই