রাজধানী ঢাকার মগবাজার থেকে মৌচাক হয়ে মালিবাগ রেলগেট পর্যন্ত রাস্তার উত্তর পাশে আগামীকাল শনিবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার গ্রাহকেরা গ্যাস পাবেন না।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাজধানীর গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

এছাড়া একই সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে নয়াটোলা, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগসহ আশপাশের এলাকায়।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাসের পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে।