ফরিদপুরের আলফাডাঙ্গায় আলোচিত শহিদুল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ইকতার মোল্যাকে (৪৩) গ্রেপ্তার করেছে র্যাব। পরে তাকে আলফাডাঙ্গা থানা হেফাজতে আনা হয়েছে। শুক্রবার (২ জুন) রাতে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বিষয়টি বার্তা বাজার’কে নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাতে আলফাডাঙ্গা থানার টিমের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রযুক্তির মাধ্যমে রাজধানীর কদমতলী এলাকা থেকে র্যাব-৩ এর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইকতার মোল্যা উপজেলার বানা ইউনিয়নের কোনাগ্রাম এলাকার মৃত. আকরাম মোল্যার ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার মো. শহিদুল ইসলাম আলফাডাঙ্গা উপজেলার ধুলজুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকালে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হলে ওই দিন রাতে দুর্বৃত্তরা শহিদুলকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করে। পরে তাকে কোনাগ্রাম এলাকার রাস্তা সংলগ্ন পাটক্ষেতে রেখে তার মোটরসাইকেলটি নিয়ে পলিয়ে যায়। ওই ঘটনায় নিহত শহিদুলের চাচা মো. আক্কাস শেখ বাদী হয়ে ৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে ২০১২ সালে ২৮ জুলাই আলফাডাঙ্গা থানায় মামলা করেন। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে আদালত ইকতার মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন।
এবিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের বার্তা বাজার’কে বলেন, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় রিক্সা ও ভ্যান গাড়ি চালিয়ে একেক সময় একেক এলাকায় অবস্থান করে নিজেকে আত্মগোপন করেছিলেন। পরে আলফাডাঙ্গা থানা টিমের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব তাকে গ্রেপ্তার করে। এরপর আজ (শুক্রবার) বিকেলে তাকে থানা হেফাজতে আনা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
বার্তা বাজার/জে আই