জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকতের হলের ৫০ তম ব্যাচের আবাসিক শিক্ষার্থী ( আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) সায়েম হাসান সামি’র বিরুদ্ধে র্যাগিং ও হুমকির অভিযোগ করেছেন নবীন ব্যাচের ( ৫১ তম ব্যাচ) হলের আবাসিক শিক্ষার্থী অংকুর সাহা।
গতকাল ( বৃহস্পতিবার) ভুক্তভোগী শিক্ষার্থী এর বিচার চেয়ে হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, অভিযুক্ত শিক্ষার্থী তাকে একাধিক বার ডেকে নিয়ে বাবা- মায়ের নাম তুলে অকথ্য ভাষায় গালাগালি করেন ও মারধর মাধ্যমে র্যাগিং ( শারীরিক ও মানসিক নির্যাতন) করেন। এছাড়া তাকে হুমকিও দিয়েছেন তিনি। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত।
অভিযুক্ত সায়েম হাসান সামির সাথে একাধিলবার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায়নি।
শহীদ সালাম বরকত হলের ওয়ার্ডেন মো. মাহবুবুল মোর্শেদ বলেন , আমি এখনি এ বিষয়ে কিছু বলতে চাই না।
দায়িত্বরত হল প্রভোস্ট সুকল্যাণ কুমার কুণ্ডুকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বার্তা বাজার/জে আই