আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের পরিপ্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি ‌সভাপতি আ স ম আবদুর রব গণমাধ্যমে বিবৃতি প্রদান করেছেন। তিনি বলেছেন, এ বছরেই প্রত্যাশিত রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে গণমানুষের কাঙিক্ষত ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে।

তিনি বলেন, কয়েক কোটি দরিদ্র, বেকার ও পুষ্টিহীন মানুষের জীবনমান উন্নয়নে বিশাল বাজেটে কোনো পরিকল্পনা গৃহীত হয়নি। উন্নয়নের ডামাডোল ও বৈষম্যের আড়ালে দেশের সাধারণ নাগরিক বা জনগণ রাষ্ট্রের কাছে অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, আর্থ সামাজিক উন্নয়নে তাদের অবদানকে খাটো করে দেখা হচ্ছে।

মদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মসংস্থানহীনতায় কোটি কোটি মানুষের জীবন আরো বিপর্যয়ের মুখে পড়বে। সমস্যা জর্জরিত বৃহৎ জনগোষ্ঠী সমাজের ভয়ংকর অসংগতিতে হতবুদ্ধি ও নির্বাক হয়ে পড়েছে। রাজনীতির ক্রমবর্ধমান দুর্বৃত্তায়ন রাষ্ট্র ও সমাজকে লণ্ডভণ্ড করে দিচ্ছে।
আ স ম আবদুর রব বলেন, দুর্নীতি, অপচয় ও অর্থপাচার বন্ধ করে, ভয়াবহ আয় বৈষম্য কমিয়ে এনে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান প্রশ্নটি অগ্রাধিকার প্রদান করতে সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা বাজেটে পরিলক্ষিত হয়নি।

আমাদের লক্ষ্য অর্জনে, গণমানুষের স্বপ্ন পূরণে, বিদ্যমান আর্থ রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে।

বার্তা বাজার/জে আই