নাটোরের গুরুদাসপুর উপজেলায় দুই বালাইনাশক বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেলে ভেজাল ও বালাইনাশক বিরোধী অভিযানে উপজেলার মশিন্দা বাজারের আব্দুল খালেক এবং বামনকোলার ইয়ারুল সরকার নামের দুই বালাইনাশক বিক্রেতাকে ৩০হাজার টাকা করে মোট ৬০হাজার টাকা অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল। এ সময় সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার ও বালাইনাশক পরিদর্শক মতিয়র রহমান।
মেয়াদোত্তীর্ণ ও ভেজাল বালাইনাশক মজুদ ও বিক্রয়ের অপরাধে এই সাজা দেওয়া হয়। এতে পুলিশি সহায়তা প্রদান করেন গুরুদাসপুর থানার এসআই মাহবুবুর রহমান ও তার টিম।
কৃষি সম্প্রসারণ অফিসার মতিয়র রহমান বলেন, একজন বিক্রেতাকে খাদ্য পুষ্টি ঘাটতি সম্পন্ন অনুখাদ্য মজুদ ও বিক্রি করার অপরাধে এবং অন্যজন বিক্রেতার গুদামে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক এবং নকল প্যাকেট মজুদ রাখার দায়ে অর্থদন্ড করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, কৃষকের স্বার্থে এবং নিরাপদে ফসল উৎপাদন করতে নিম্নমানের, নকল ও ভেজাল বালাইনাশক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/জে আই