আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই জাত চিনিয়েছেন তাওহিদ হৃদয়। বয়সটা মাত্র ২২ হলেও ব্যাট হাতে দেখিয়েছেন পরিপক্বতা। মুগ্ধ করেছেন ক্রিকেটপ্রেমীদের। আর তাই অনুমিতভাবেই তাকে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপ পরিকল্পনায় রাখা হচ্ছে। এবার তরুণ এ মিডল-অর্ডার ব্যাটারকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন নিক পোথাস।

তার অধীনে ‘হোম অব ক্রিকেট’মিরপুরে আফগানিস্তান সিরিজের প্রাক-প্রস্তুতি ক্যাম্প করেছে টাইগার শিবির। সেখানেই তরুণ এ ব্যাটারকে দেখে মুগ্ধ পোথাস। তার বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে হৃদয় নিজেকে আরও মেলে ধরবেন, পৌঁছাবেন অনন্য উচ্চতায়।

বাংলাদেশে আসার পর বৃহস্পতিবার (১ জুন) প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হন হাথুরুর এ সহকারী। সেখানে পোথাস বলেন, সে (হৃদয়) ফ্যান্টাস্টিক কিড। কাজের ইথিক অবিশ্বাস্য। সেই সঙ্গে অনেক ভালো স্কিল। হৃদয় অনেক ওপরে উঠতে পারবে, এটা আমার বিশ্বাস। দিনশেষে দলের ফলই মুখ্য। তাই একজন কোচ হিসেবে আমি সেই চেষ্টাই করব, সে যেন তার সামর্থ্যের সবটুকু উজাড় করে দিতে পারে। এখন পর্যন্ত যতটা দেখেছি, ভেরি এক্সাইটিং।

এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মন্তব্য, অন-সাইডে খেলার স্কিল ভালো হলেও অফ-স্ট্যাম্পের বাইরের বলে হৃদয় একটু নড়বড়ে। এ প্রসঙ্গে পোথাসের ভাষ্য, সে উইকেটের চারপাশেই দারুণ খেলা একজন ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সে তরুণ। ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট অনেক ভিন্ন। হৃদয়ের সব সমস্যা সমাধানের সামর্থ্য আছে। আন্তর্জাতিক ক্রিকেটে এসেই সবাই ওর মতো পারফর্ম করতে পারে না। তার শেখার আগ্রহ অনেক বেশি।

বার্তাবাজার/এম আই