ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্রফেসর হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আসিফ সরকার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ জুন) সকালে স্কুল প্রাঙ্গণ হতে একটি মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এসম তার সহপাঠীরা খুনি আলেয়া, আকাশ, শাকিল, শান্তাদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ছিলে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল পারিবারিক কলহের জেরে প্রতিবেশী আলেয়া ও তার স্বজনরা দেশি অস্ত্র দিয়ে স্কুল ছাত্র আসিফকে মারাত্মকভাবে আহত করে। পরে দীর্ঘ ৫৭ দিন চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকাল তার মৃত্যু হয়। এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তাবাজার/এম আই