জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশারফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী সামিউল ইসলাম প্রত্যয় গণরুম বিলুপ্তিসহ তিন দফা দাবিতে হলের বাইরে একক অনশন কর্মসূচি পালন করছেন।
গতকাল (বুধবার) সন্ধ্যা ছয়টা থেকে অনশন কর্মসূচি পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের (৪৯ ব্যাচ) স্নাতক দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী।
তার দাবিগুলো হল গণরুম বিলুপ্তি, মেয়াদ উত্তীর্ণ ছাত্রদের অবিলম্বে হল ত্যাগ, গণরুম মিনি গণরুমে অবস্থান করা বৈধ ছাত্রদের সিট সুনিশ্চিত করা।
দাবি প্রসঙ্গে তিনি জানান, তিনি বিগত দেড় বছর হল এককভাবে প্রচলিত প্রশাসনিক নিয়ম মেনে বৈধ উপায়ে দাবি আদায়ের জন্য প্রচেষ্টার পর কোন ফল না পেয়ে অনশন করতে বাধ্য হয়েছেন। তিনি কেবল নিজের আবাসিক সুবিধাই নয় বরং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পড়াশোনার পরিবেশসহ আবাসন ব্যবস্থার নিশ্চয়তা চান।
হলের নব্য প্রভোস্ট সাব্বির আহমেদ বলেন, আমরা তার দাবিগুলোর সাথে একমত। নতুন হল গুলো উদ্বোধন হয়ে গেলে সকল সমস্যার সমাধান হবে বলে আশা করছি। তবে এর জন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। আশা করছি আমরা সকল সমস্যার সমাধান করতে পারব।
হলে বর্তমান প্রভোস্ট ওবায়দুর রহমান বলেন, আমি বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।যেহেতু আমি আমার দায়িত্বের শেষপ্রান্তে এসে পৌঁছেছি। আগামী রবিবারে নতুন প্রভোস্ট দায়িত্ব বুঝে নেবেন। কাজেই আমি বিষয়টি তার দায়িত্বে দিয়ে দিয়েছি। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যথার্থ ব্যবস্থা নেবে।
প্রভোস্ট কমিটির সভাপতি নাজমুল হাসান তালুকদার বলেন, আমি তার দাবিগুলোর সাথে সম্পূর্ণ একমত। একটি পূর্ণাঙ্গ আবাসিক হলে এমন সমস্যা কোনভাবেই কাম্য নয়। আমি বিষয়টি নিয়ে প্রভোস্টসহ হল কর্তৃপক্ষের সকলের সাথে আলোচনা করেছি। আমরা কখনোই চাইনা বিশ্ববিদ্যালয়ে গণরুম থাকুক। আশা করছি আমরা খুব শীঘ্রই সমস্যাগুলোর সমাধান করতে পারবো।
বার্তাবাজার/এম আই