বাসে বাড়তি ভাড়া আদায়ের জেরে ঢাকার সাভারের আশুলিয়ায়
যাত্রীদের সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারধরের শিকার হয়ে বাসের চালক ও কন্ডাক্টরের মৃত্যু হয়েছে। পরে আশুলিয়া থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- ইতিহাস পরিবহন বাসের চালক সোহেল রানা বাবু (২৬) এবং ওই বাসের কন্ডাকটর হৃদয় (৩০)। তারা রাজধানীর মিরপুরে বসবাস করে আসছিলেন।

সোমবার (৮ এপ্রিল) দুপুর আনুমানিক দুইটায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

গণমাধ্যমকে আশুলিয়া থানার ডিউটি অফিসার নোমান জানান, মিরপুর থেকে ছেড়ে আসা বাসটিতে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের সাথে তর্ক-বির্তক হয়। এসময় এক যাত্রী তাদের মারধরের হুমকি দেয়। পরে বাসটি ইপিজেড এলাকায় পৌঁছালে কয়েক যুবক বাসে উঠে চালক ও কন্ডাকটরকে মারধর শুরু করে। এসময় বাসের সহকারী পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় চালক ও কন্ডাকটরকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।