সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচের সোমবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার হবে রমজান মাসের শেষ দিন। পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বুধবার (১০ এপ্রিল)।

সৌদি আরবে সুপ্রিম কোর্ট ঘোষণা দিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বুধবার (১০ এপ্রিল)। সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গালফ নিউজ এ খবর জানিয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি প্রতিষ্ঠানগুলোর চাকরিজীবীরা আগামী ১৩ এপ্রিল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি কাটাবেন। দেশটির স্কুলগুলিতে ঈদের দীর্ঘ ৯ দিন ছুটি ঘোষণা করা হয়েছে।

আরবি ক্যালেন্ডার অনুযায়ী রমজানের পরবর্তী মাস শাওয়াল। এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলমানরা। ধনী-গরিব নির্বিশেষে সবাইকে এক কাতারে দাঁড় করায় ঈদ। এটি কেবল আনন্দের বার্তাই নিয়ে আসে না, বরং এর মধ্য দিয়ে উদ্ভাসিত হয় ইসলামের সাম্যের সৌন্দর্য।