জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নাজমুল মিয়া (২২) নামে এক রাজমিস্ত্রী যুবক নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) সকালে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গরু হাট এলাকার যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ নাজমুল পার্শ্ববর্তী ভুয়াপুর উপজেলার নলিন এলাকার মৃত লাল মিয়ার ছেলে বলে জানা গেছে।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, নাজমুল শিশুকাল থেকেই পিংনা দাদি শহিতন বেওয়ার বাড়িতে বসবাস করে আসছিলেন। আজ বৃহস্পতিবার সকালে দাদি শহিতন বেওয়াকে সাথে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামে। এর পর নদী থেকে না উঠে আসলে পরিবারের লোকজন নদীতে খোঁজাখুঁজি করে। এক পার্যায়ে খুঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে সরিষাবাড়ী ও জামালপুর ফায়ার সার্ভিসের ছয় সদস্যের ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করে।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদলের টিম লিডার শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে নিখোঁজের সংবাদ জানতে পারি। পরে ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কার্যক্রমে কিছুটা ব্যাহত হচ্ছে। তবে উদ্ধার কার্যক্রম চলমান থাকবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত ছিলো।
বার্তাবাজার/এম আই