নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দু’জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মোছা. আইরিন (৩২) ও মোছা. জান্নাত (২৪)।
শুক্রবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধ ওই দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরআগে বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাতে সানারপাড় এলাকার নুরুল ইসলামের বাড়ির রান্নাঘরে এই ঘটনা ঘটে।
দগ্ধ গৃহবধূ আইরিনের স্বামী রুবেল জানান, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে রান্না ঘরে থাকা তাঁর স্ত্রীসহ জান্নাত নামে এক প্রতিবেশীর স্ত্রীও দগ্ধ হন।
দ্রুত তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে গেলে সেখানে তাদের ভর্তি করানো হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান।
এতে দু’জন দগ্ধ হয়েছেন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।সা নিচ্ছেন।