জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী মাহিদুল ফয়সাল কে সভাপতি এবং চারুকলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী শাহজাদা সরকার কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বুধবার (৩১ মে) সংগঠনের সভাপতি মাহিদুল ফয়সাল ও সাধারণ সম্পাদক শাহজাদা সরকার এর যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পুর্ণাঙ্গ কমিটির নামের তালিকা প্রকাশিত হয়।
সংগঠনের সদ্যবিদায়ী সভাপতি মাহির শাহরিয়ার সৌরভ ও সাধারণ সম্পাদক মওদুদ মিরাজ এর যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি মাহিদুল ফয়সাল বলেন, তথাকথিত জেলা সমিতির ধারণা থেকে বের হয়ে শিক্ষা ও সংস্কৃতি বান্ধব স্মার্ট জেলা সমিতি হিসেবে রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতিকে রুপান্তরিত করতে চাই। এই লক্ষ্যে সব দিক বিবেচনা করে শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করার দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যাব।
তিনি আরও বলেন, রংপুর অঞ্চল ভাওয়াইয়া গানের জন্য সুপরিচিত। আমার খুব ইচ্ছে ক্যাম্পাসে একটি ভাওয়াইয়া গানের আসরের আয়োজন করার। এক্ষেত্রে আমি পুরো উত্তরবঙ্গের অন্যান্য জেলা সমিতিকে সাথে নিয়ে তাদের সহযোগিতায় এটা আয়োজন করতে চাই।
নব্য সাধারণ সম্পাদক শাহজাদা সরকার বলেন, নতুন নেতৃত্ব পাওয়া মানেই, নতুন দায়িত্ববোধ। উপদেষ্টামন্ডলী, পূর্ববর্তী কমিটির নেত্রীবৃন্দ, সিনিয়রসহ বর্তমানে অধ্যায়নরত সকলের সহায়তা ও পরামর্শ নিয়ে রংপুর জেলার শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের সর্বোচ্চ চেষ্টা করব।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের রংপুর জেলার শিক্ষার্থীদের যাবতীয় সহযোগিতা ছাড়াও রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন সময় শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজ করে থাকে।
বার্তাবাজার/এম আই