বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের বাড়ি জেলা বিএনপি’র কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৩১ মে) বিকেলে সদর উপজেলার চিনিশপুর এলাকায় খোকনের বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। খোকনের বাড়িটি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করা হয়।
জানা যায়, বুধবার বিকেলে বাড়ির প্রধান ফটকের ছোট গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এ অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসে এর একটি ইউনিট প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান আসছারী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি, ঘরের প্রতিটি কক্ষ ও আসবাপত্র আগুনে পুড়ে গেছে। এখনো পর্যন্ত কিভাবে আগুন লেগেছে তা জানাযায়নি। তদন্তের পর জানা যাবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে।
বার্তাবাজার/এম আই