কুষ্টিয়ার দৌলতপুরে বিদেশী পিস্তুল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ সন্ত্রাসী মনোজকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
বুধবার (৩১ মে) সকাল ১০টায় প্রেস ব্রিফিংএ জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ।
তিনি বলেন, নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তারাগুনিয়া পল্লীবিদুৎ পাড়া এলাকায় অভিযানে মনোজকে আটক করা হয়। এসময় তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগ্যাজিন জব্দ করা হয়।
আটককৃত মনোজ উপজেলার জয়রামপুর গ্রামের মৃত নিপুন মোল্লার ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ আরো বলেন, মনোজের নামে দৌলতপুর থানায় মাদক, বিস্ফোরক ও নাশকতাসহ মোট ১২ টি মামলা আছে।
বার্তাবাজার/এম আই