২০২২-২০২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, গোপালগঞ্জ এর আওতায় সুফল ভোগীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে নিবন্ধনধারী অসহায় ৬০ জন প্রকৃত জেলেদের মাঝে বৈধ জাল, ছাগল, খোয়ার ঘর, খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি।

শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের অগ্রযাত্রায় কাজ করে যাচ্ছেন যা এর আগে কোনও সরকার করেনি। তাই আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে এবং দেশের উন্নয়ন কাজ চলমান রাখতে হবে।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল চন্দ্র ওঝা জানান, মৎস্য অধিদপ্তরের দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের অধীন মাদারীপুর জেলায় নিবন্ধিত জেলেদের তালিকা থেকে উপজেলা যাচাই বাছাই কমিটির মাধ্যমে প্রকৃত জেলেদের মাঝে ৬০ জন দারিদ্র্য জেলেকে ২টি করে ছাগল মোট ১২০টি ছাগল, ৬০টি খোয়ার ঘর, ও ৫ জন জেলের একটি গ্রুপ করে মোট ৮টি গ্রুপকে ৮টি বেড় জাল বিতরণ করা হয়েছে। যার মাধ্যমে নিষিদ্ধ কালীন সময় যে ইলিশ মাছ, জাটকা আহরণ করা হয় তা থেকে তারা যেন বিরত থাকে। অর্থাৎ নিষিদ্ধকালীন সময় তারা যাতে বাঁচতে পারে বিকল্প কর্মসংস্থান সেই হিসেবেই সরকার এই প্রকল্প এর মাধ্যমে এই সুযোগ সৃষ্টি করেছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন-এর সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তপন মজুমদার ১০০ জন উপকারভোগী সহ অনেকেই।

এসব উপকরণ পেয়ে উপকারভোগী খুবই খুশি এবং সরকার ধন্যবাদ জানান। দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প, বাস্তবায়ন করেন ঠিকাদারী প্রতিষ্ঠান ছানিম এন্টারপ্রাইজ।

বার্তাবাজার/এম আই