ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান ও সভাপতিদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) উপজেলা পরিষদ হলরুমে পারফরমেন্স বেজড গ্রান্টাস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নসহ একাডেমি উন্নয়নের লক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা) রজত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান, বুড়াইচ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান, পরিবেশ, পাবলিক পরীক্ষার ফলাফল ইত্যাদি বিবেচনা নিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থ বরাদ্দ, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থী নির্বাচন, অনুদানের অর্থ যথাযথ ব্যবহার ও উন্নয়ন কাজ বাস্তবায়নসহ নানাবিধ কলাকৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

বার্তাবাজার/এম আই