সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে নানা সাজ সজ্জায় বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মার্চ) সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।

পিবিএস এর জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান। বনভোজনকে কেন্দ্র করে ষ্টলে বাহারি খাবারের তালে তালে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। জুমার নামাজ বাদে মধ্যহ্নভোজ শেষে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে চলে আনন্দঘন হাউজিং খেলা। র্যাবেল ড্র ও পুরস্কার বিতরণীর মধ্যে নানা প্রান্তের নানা শিল্পীদের নিয়ে মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গভীর রাত পর্যন্ত ২০২৪ বার্ষিক বনভোজন শেষ হয়।

এ সময় সমিতি বোর্ডের পরিচলনা পরিষদ সহ কর্মকর্তা কর্মচারী ও আমন্ত্রিত অতিথিগন উপস্থিত ছিলেন।