টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পুর্বাঞ্চলে অবস্থিত সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহর বিরুদ্ধে সরকারী বই বিক্রি বিভিন্ন
অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানব বন্ধন করেছেন স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী ও এলাকার সুশীল সমাজ।

বুধবার (৩১ মে) দুপুরে সাগরদিঘী উচ্চ বিদ্যালয় ও এলাকার সুশীল সমাজ আয়োজিত বিদ্যালয়ের সামনে মানববন্ধনে, বক্তব্য রাখেন লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সাইদুর রহমান, সাগরদিঘী দাখিল মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাগরদীঘি ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক মো. আনছার আলী, যুবলীগ নেতা মেহেদী হাসান ফারুক, আবুবকর, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলামসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে প্রধান শিক্ষক রহমত উল্লাহ নিয়ম বহির্ভূতভাবে সরকারী বই বিক্রিসহ নানা অনিয়ম ও দুর্নীতি দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

বার্তাবাজার/এম আই