“তামাক নয়, খাদ্য ফলান” এই প্রতিপাদ্য সামনে রেখে যশোরের শার্শায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালন, বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মে) সকালে উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে তামাকমুক্ত দিবস পালন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাহাদাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা কৃষি অফিসার প্রতাপ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর (আরএমও) জানান লক্ষিনদার সহ প্রমুখ।
বার্তাবাজার/এম আই