ঢাকার সাভারে দুইটি প্রাইভেট হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এসংক্রান্ত এক অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।
সিলগালা করে দেয়া ওই দু’টি প্রতিষ্ঠান হলো- আদনান হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এবং রহমান স্পেশালাইজড হাসপাতাল। এগুলো যথাক্রমে সাভারের ফুলবাড়িয়া এবং হেমায়েতপুর এলাকায় দীর্ঘদিন বৈধ পেপারস ছাড়াই স্বাস্থ্য সেবা প্রদান করে আসছিলো।
গণমাধ্যমকে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, আমরা চাই সাভারে স্বাস্থ্য সেবায় একটিও অবৈধ হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থাকবে না। এক্ষেত্রে আমরা কাজ করছি জিরো টলারেন্সে। এরই ধারাবাহিকতায় আজ (মঙ্গলবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক তিনটি হাসপাতালে তদন্ত ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ভিতর দুইটি প্রতিষ্ঠান তাদের বৈধ পেপারস ও কর্মীদের সনদ দেখাতে ব্যর্থ হয়েছে বিধায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান দুইটি হলো সাভারের ফুলবাড়িয়ায় আদনান হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লি: এবং হেমায়েতপুরে রহমান স্পেশালাইজড হাসপাতাল।
তিনি আরও বলেন, প্রত্যাশা হেলথ কেয়ার লি: কে স্বাস্থ্য অধিদপ্তরের ১০টি নির্দেশনা দৃশ্যমান স্থানে টানানোর জন্য বিকেল পর্যন্ত সময় দিয়ে সতর্ক করা হয়েছে।
সাভারে কর্তব্যরত চিকিৎসকদের অবৈধ হাসপাতালে সেবা না দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মো: সাইদুর রহমান, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর, সাভার মডেল থানার উপ-পরিদর্শক আল মামুন কবির সহ অন্যরা উপস্থিত ছিলেন।