“তামাক নয়, খাদ্য ফলান” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৩১ মে) সকালে উপজেলা প্রশাসনের ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মুক্তির মঞ্চে গিয়ে শেষ হয়। এসময় সাধারণ জনগণের মাঝে তামাকের ভয়াবহতা সম্পর্কে অবহিত এবং লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ কানিজ ইসলাম প্রমুখ।
এসময় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই