ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অভিযানে গুলিভর্তি অবৈধ পিস্তল সহ আন্তঃজেলা ডাকাত দলের দুধ্বর্ষ ৬ সদস্য গ্রেফতার এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) এসংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) জানান, গত ২৪ জুন, ২০২৩ থেকে ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখ এর মধ্যে আশুলিয়া থানা এলাকার বিভিন্ন বাসা-বাড়ীতে কয়েকটি ডাকাতির ঘটনা সংঘটিত হয়। যার প্রেক্ষিতে আশুলিয়া থানার মামলা নং-৩১, ৫৩ ও ৭৩ রুজু হয়। এরপর ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয় এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবশ্শিরা হাবীব খান-পিপিএম সেবা মহোদয় এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ঢাকা এর একটি চৌকষ টিম উক্ত মামলাগুলো রহস্য উদঘাটনে কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপি ঢাকা সহ ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত মামলাগুলোর ঘটনার সাথে জড়িত দুর্ধ্বষ ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি, লুন্ঠন করে নেওয়া প্রায় ৩ ভরি ওজনের স্বর্নালংকার, নগদ দুই লক্ষ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার যার রেজিষ্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো-গ-২৩-৫৮৩৬ এবং গাড়ির ভিতর রক্ষিত অবস্থা থেকে একটি অত্যাধুনিক হাইড্রলিক কাটার, একটি সেলাই রেঞ্চ, ১১টি প্লাষ্টিকের তৈরি লক, একটি লোহার তৈরি বাঁকানো ক্লাম যার অগ্রভাগ ধারালো, ১৬টি কাগজের তৈরি নম্বর প্লেট এবং একটি সুজুকি মোটর সাইকেল উদ্ধার করা হয়। আসামীরা উক্ত মামলার ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করে।

ওসি মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, উক্ত আসামীদের নিকট হতে অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে আশুলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ধৃত সকল আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। মামলাগুলোর তদন্ত অব্যাহত আছে এবং অবশিষ্ট মালামাল উদ্ধার ও অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

উল্লেখ্য গ্রেফতার ওই ৬ ডাকাত হলেন- মোঃ সুমন গাজী ওরফে সজল ওরফে পটকা সুমন (৩৬), মোঃ আব্দুর রহমান বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২), মোঃ রাজু ওরফে মুরাদ (৩৮), মোঃ মনিরুল ইসলাম খান ওরফে মনির (৩৫), মোঃ আইনুল হক (৩২) ও মোঃ ইয়াসিন আলী (২৯)।