র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ৯৮০ গ্রাম হেরোইন সহ এক মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকার ধামরাই উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক ওই মাদক কারবারির নাম মো: সাদ্দাম হোসেন (২২)। তার বাড়ি পঞ্চগড় জেলায় বলে র‍্যাব সূত্রে জানা যায়।

এব্যাপারে, র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, র‌্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮০ গ্রাম হেরোইনসহ মো: সাদ্দাম হোসেন নামের এক মাদক কারবারি’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদ্দাম হোসেন জানিয়েছে সে বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।