মাদারীপুরের রাজৈরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শানেরপাড় এলাকায় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিম-লীর সদস্য, খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

তিনি বলেন, আমরা তৃনমূলের নেতাকর্মীদের নিয়ে একত্রে সংগঠন চালাতে চাই। বিগত দিনে তাদের নিয়ে দল গঠন করে সফল হয়েছি, আগামীতেও সফল হবো। আপনারা সকলে রাজৈর উপজেলা নির্বাচনে শাহীন চৌধুরীর জন্য কাজ করবেন। তিনি নির্বাচিত হলে আপনারা উপকৃত হবেন, শক্তিশালী হবেন, আমার জন্যও উন্নয়ন কাজ করা সহজ হবে।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাহাবুদ্দিন সাহার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ প্রতিনিধি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক আ ফ ম ফুয়াদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক ফরিদা হাসান পল্লবীসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।