পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে রেনু পোনা নিধনের অপরাধে দুই জেলে কে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
বুধবার (৩১ মে)ভোর ৬টায় বঙ্গোবসগরের আন্ধারমানিক নদীর মোহনা থেকে অবৈধ মশাড়ি জাল দিয়ে রেনু পোনা নিধনের সময় মহিপুরের নিজামপুর গ্রামের নিজাম উদ্দীন চৌকিদার ও হাবিব তালুকদার নামের দুই জেলেকে আটক করা হয়।
কুয়াকাটা নৌ পুলিশের ইনচার্জ আখতার মোর্শেদ বলেন, সমূদ্র মাছ ধরার উপরে সরকার কর্তৃত্ব ৬৫ দিন নিষেধাজ্ঞা চলছে। অবরোধ কালীন সময়ে কেউ যাতে অবৈধভাবে মাছ শিকার করতে না পারে এ জন্য নৌ পুলিশের টহল অব্যহত রয়েছে। তাছাড়া আটককৃত দুই জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম আই