ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী শুক্কুর আলী গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। গ্রেফতারকৃত শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মরন নাশক ইয়াবাসহ মাদকের জমজমাট ব্যবসা করে আসছিলো।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে এসআই ইহসানুল হাসান এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সলিমগঞ্জ ইউনিয়নের নিলখী গ্রামের মোঃ শাহজাহান মিয়ার পুত্র শুক্কুর আলী (৩৮) কে নিলখী দক্ষিণ পাড়া তার নিজ বসতঘর থেকে ৫৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি শুক্কুর আলী বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে আসামি শুক্কুর আলীকে জেল হাজতে প্রেরণ করা হবে।
বার্তাবাজার/এম আই