পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) রাতে ইউনিয়নটির দূর্গাপুর মাস্টার পাড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্যে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের উন্নয়ন থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিনরাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা। তাই আজ দেশ উন্নয়নের রোল মডেল। এ উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে নৌকা বিজয়ের বিকল্প কিছু নেই।’
তিনি বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক মনে রাখতে হবে, নৌকা স্বাধীনতার প্রতীক, বিজয়ের প্রতীক, মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক, বাঙালি জাতিসত্ত্বার প্রতীক। তাই আগামী নির্বাচনে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাদেক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুজ্জাতুল্লাহ পানুর পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, সদস্য সুবহান, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুল আলম মঞ্জু মাস্টার, পিন্টু মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক শওকত হোসেন, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম, যুবলীগ নেতা আহসান হাবীব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বার্তাবাজার/এম আই