সিরাজগঞ্জের শাহজাদপুর বহু আলোচিত ও সমালোচিত গাড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে দুনীর্তি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যলায় হতে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের কারণে অনুসন্ধান শুরু করেছে দুদক।

উক্ত ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল সরকারী প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন, করতোয়া নদী অবৈধ বালু উত্তোলন, সরকারি বিধি নিষেধাজ্ঞা থাকা সত্বেও অবৈধ ইটের ভাটা চালিয়ে যাচ্ছে। গাড়াদহ ইউনিয়ন ঘুরে জানা যায় সাইফুল চেয়ারম্যানের সুদের টাকার ব্যবসা করেন তিনি।

এলাকার সুশীল সমাজের বেশ কয়েকজন বলেন, অল্প দিনে এমন সম্পাদের পাড়ার হলেন কিভাবে তা তাদের ধারণা বাহিরে তার ভুরি সম্পদের উৎস কি বলতে পারছেন কেও।

এই সাইফুল চেয়ারম্যান শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক তিনি।

এ বিষয়ে গাড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এই অবৈধ সম্পদ অর্জনের কারণে দুর্নীতি দমন কমিশন পাবনা থেকে অনুসন্ধানে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রতিবেদক বলেন এতো কথা বলা যাবে না।

বার্তাবাজার/এম আই