নারায়ণগঞ্জের রফতানিমূখি চারটি পোশাক তৈরী কারখানা পরিদর্শন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ একটি প্রতিনিধি দল।
রবিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লা এ্যাপারেলস লিমিটেডে পরিদর্শনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করেন তারা। পরে আমানা নিটেক্স লিমিটেড, এমবি নিট ফ্যাশন লিমিটেড ও এমএস ডাইং পিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেড কারখানা পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন।
এসময় সাংবাদিকদের তিনি জানান, গার্মেন্ট পণ্য রফতানির মাধ্যমে দেশের অর্থনীতিতে প্রচুর পরিমাণ বৈদেশিক মূদ্রা অর্জন করে। ফলে এই সেক্টরে যেন কোন শ্রমিক তার অধিকার ও শ্রমিক স্বার্থ থেকে বঞ্চিত না হয় সেই লক্ষ্যে কাজ করছে মানবাধিকার কমিশন। আমরা এখানে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল কর্মপরিবেশ দেখেছি। কোথাও কোন অসংঙ্গতি পাইনি।
এসময় জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য সেলিম রেজা, বিএকএমইএ’র নির্বাহী পরিচালক মোহাম্মদ হাতেম, বিএকএমইএ’র সাবেক সভাপতি ফজলুর রহমান, পরিচালক মোঃ আশিক, উপপরিচালক রবিউল ইসলাম, সহকারী পরিচালক ইকবাল হোসেন, জনসংযোগ কর্মকর্তা নাঈম চৌধুরী সহ ব্যবসায়িক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।