দিনাজপুরের ঘোড়াঘাট জিয়াউর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার রাণীগঞ্জ বাজারে আবু সাইদের চাতালে আলোচনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
এতে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, সদস্য সচিব মোফাজ্জল হোসেন প্রধান।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে উপস্থিত সকলে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আল রাজি রাজিব, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মেজবাউল আলম এবং সদস্য সচিব নেওয়াজ শরিফ সহ বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
বার্তাবাজার/এম আই