ঢাকার সাভারে প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যাকারীদের (পঞ্চাশোর্ধ) জন্য স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কেয়ারারস ওয়ার্ল্ডওয়াইডের সহযোগিতায় মঙ্গলবার (৩০ মে) দুপুরে সাভারের উলাইলে সিডিডি (সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট) কার্যালয়ে তাদের আয়োজনে এই ক্যাম্পেইন সম্পন্ন হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা এই ক্যাম্পে বেশ কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তির পরিচর্যাকারীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন।
এসময় তিনি বার্তা বাজার প্রতিনিধিকে জানান, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যাঁদের জীবন চলমান, যারা শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে আছেন তাদের জীবন কেমন, অনেক কাছে থেকে আমি তা দেখেছি। তাদের জীবন সংগ্রামের কথা শুনেছি, সত্যিই অনেক কঠিন তাদের জীবন। তাদের চেয়েও বেশি কঠিন যারা তাদের কেয়ার নেন তাদের জীবন। অনেক হতাশার এবং অনেক কষ্টের। আজ সেই মানুষদের সেবা দিলাম যারা শারীরিক প্রতিবন্ধী মানুষদের মন থেকে কেয়ার নেয় ও দেখভাল করে।
ডা. হুদা আরও বলেন, সাভার উপজেলার তেঁতুলঝোড়া, বনগাঁও, পাথালিয়া ও সাভার সদর ইউনিয়নে এরকম কেয়ারার আছেন মোট ১০০৮ জন। আমার কাছে মনে হয়েছে তারা যেকোনো নার্সের চেয়েও বেশি প্রশিক্ষিত। কারন একজন প্রতিবন্ধীকে তারা সপ্তাহের ৭ দিন ২৪ ঘন্টাব্যাপী তাদের পাশে থেকে সেবা দিয়ে থাকেন। যদি সাভারের সকল ইউনিয়নে এরকম দক্ষ কেয়ারার তৈরি করা যায়, তবে ব্যাপক উপকৃত হতো প্রতিবন্ধকতা নিয়ে যাদের জীবন তাদের। আমরা সিডিডি’র সাথে থেকে ব্যাপকভাবে এদের নিয়ে কাজ করতে চাই।
সায়েমুল হুদা বলেন, কেয়ারার যাদের দেখলাম, সত্যই তারা প্রকৃত রোগী। প্রত্যকেই হাইপ্রেশার, ডায়াবেটিস, শ্বাসকষ্ট বা অন্যান্য নন কমিউনিকেবল ডিজিতে আক্রান্ত। আমরা যদি তাদের নিয়মিত সেবা নিশ্চিত করতে পারি, তবে এই দুঃখি মা-বাবারা হয়তো দীর্ঘায়ু হবেন। আমাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডিসি কর্ণার রয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের দেখে থাকেন এবং তাদেরকে বিনামূল্য প্রতিবার ১ মাসের ঔষধ দেওয়া হয়।
বার্তাবাজার/এম আই