মাগুরার শ্রীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিনের বাসভবনে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।
উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু চৌধুরী, মাহবুবুর রহমান, সাবেক ছাত্রদল নেতা জহুরুল হক মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত মোল্লা, সাবেক কলেজ ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান অন্তর, কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমরান শেখ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টুটুল, রনি প্রমুখ।
বার্তাবাজার/এম আই