দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের সময় আইনজীবীদের মধ্যে হট্টগোল হয়েছে।
এ কারণে দুপুরের পর তিন ঘণ্টা সাক্ষ্য গ্রহণ বন্ধ ছিল। বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে আওয়ামীপন্থি আইনজীবীরা ধাওয়া দিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের এজলাস থেকে বের করে দেন। এসময় কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।
এজলাস থেকে বিএনপিপন্থি আইনজীবীরা চলে গেলে ৬টায় বিচারক এজলাসে বসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।
বার্তাবাজার/এম আই