‘গর্ভকালে ৪ বার সেবা গ্রহণ করি, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত কর’ এ স্লোগানে কিশোরগঞ্জরে ভৈরবে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমদের সভাপতিত্বে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু. বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মির্জা সোলায়মান , আবাসিক মেডিক্যাল অফিসার কিশোর কুমার ধর,গাইনী কনসালটেন্ট ডাঃ ফিরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গর্ভবতী মহিলাদেরকে ডাক্তারের পরামর্শে ভিটামিন ও শাকসবজি খেতে হবে এবং নিয়মিত চেকআপ করাতে হবে। তাছাড়া বাড়িতে যেন গর্ভবতী মহিলাদেরকে দাই দিয়ে ডেলিভারি না করানো হয় । উপজেলা হাসপাতালে যেন ডেলিভারি করানো হয়। এতে মৃত্যুর ঝুকিঁ কম থাকে।
বার্তাবাজার/এম আই