১ জুন থেকে ৫ জুন পর্যন্ত ভৈরবে শুরু হতে যাচ্ছে ৫ দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী নাট্যোৎসব। স্থানীয় জিল্লুর রহমান পৌর মিলনায়তনে নিবেদিতার রজত জয়ন্তী উপলক্ষে এ উৎসবে প্রথম দিন উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুরে ভৈরব প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নিবেদিতা নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সবুজ।
এসময় তিনি সাংবাদিকদের জানান, নিবেদিতা নাট্যাঙ্গন এর উদ্যোগে এ উৎসবে নিজেদের প্রযোজনার পাশাপাশি ঢাকার নাট্যদল সময়, আরণ্যক নাট্যদল ঢাকা, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের লুব্ধক থিয়েটার এবং ভারতের ত্রিপুরা রাজ্যের দল “নাট্যভূমি” এ নাট্যোসবে অংশ নিবে।
জানা যায়, ১ জুন বিকাল ৫টায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে নিবেদিতার নিজস্ব প্রযোজনা গীতি-নৃত্যনাট্য “ধানগীত” নাটকটি রচনা করেছেন এড. কাজল কান্তি পাল এবং নাট্যরূপ ও নির্দেশনা করেছেন আরিফ রেজা। ২ জুন সন্ধ্যা ৬টায় ঢাকার নাট্যদল “সময়” মঞ্চস্থ করবে “ভাগের মানুষ”, রচনা করেছেন নাট্যজন মান্নান হীরা নির্দেশনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যজন আলী যাকের। ৩ জুন সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে “আরণ্যক” নাট্যদলের বিশেষ প্রযোজনা ময়ূরসিংহাসন, রচনা করেছেন নিজ দলের নাট্যজন মান্নান হীরা ও নির্দেশনা শাহ আলম দুলাল। ৪ জুন সন্ধ্যা ৬টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল “লুব্ধক থিয়েটার” মঞ্চস্থ করবে “আগুন মুখা”, রচনা করেছেন নাট্যজন মান্নান হীরা ও নির্দেশনায় নিলোৎপল দে। ৫ জুন সন্ধ্যা ৬টায় ভারতের ত্রিপুরা রাজ্যের নাট্যদল নাট্যভূমি মঞ্চস্থ করবে শেক্সপিয়ার অনুপ্রাণিত নাটক “রঙিন রুমাল”। নাট্যোৎসবের ৫দিন দেশ বরেণ্য বিভিন্ন নাট্যজনেরা উপস্থিত থাকবেন।
বার্তাবাজার/এম আই