পটুয়াখালীতে দীর্ঘ ১৬ বছর পর সাজেদা বেগম হত্যা মামলার ১ নং আসামী ফজিলাতুন নেছা ও ৩ নং আসামী বশির উদ্দিন নামে দুই আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। ৩০ মে মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ এনামুল করিম এ রায় দেন। এছাড়া ২ নং আসামী বশির হাওলাদার ও ৪ নং আসামী মনোয়ার বেগম খালাস পান।
মামলার বিবরণে জানাগেছে, দীর্ঘদিন ধরে মামলার ১ নং আসামী ফজিলাতুন নেছা সাজেদা বেগমেকে বিভিন্ন ভাবে অত্যাচার করে আসছিলো। পরে ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর শুক্রবার গলাচিপা সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রতনদী গ্রামের নয়া মিয়ার স্ত্রী সাজেদা বেগমকে তারই আরেক বউ ফজিলাতুন নেছা এবং অন্য আসামীদ্বয় পরিকল্পিত ভাবে হত্যা করে পাশের ঘরের উওর পাশে পুকুরে ফেলে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এছাড়া ময়নাতদন্তের সময় মৃত্যু সাজেদা বেগমের গলায় কালো দাগ এবং বুকে খন্ড খন্ড দাগ দেখতে পায়। পরে ২০০৭ সালের ৩০ সেপ্টেম্বর সাজেদার ভাই কামরুল ইসলাম ঢালী বাদী হয়ে গলাচিপা ম্যাজিস্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী কামরুল ইসলাম ঢালী বলেন, আদালত যে রায দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট না কারন ২ নং আসামী খালাস পায় সেটা আমাদের বোধগম্য নয়। এছাড়া যাদের যাবজ্জীবন সাজা হয়েছে তাদের সাজা যেন বহাল থাকে সেটাই আদালতের প্রতি চাওয়া আমাদের।
বার্তা বাজার/জে আই