পটুয়াখালীতে গ্যাসের বিষাক্ত ধোঁয়ায় জহির মেহেরুন নার্সিং কলেজের প্রায় ২৫ জন শিক্ষার্থীসহ দুই শিক্ষক অসুস্থ হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (২৯ মে) সন্ধ্যা ৭টায় পৌর শহরের কলাতলা এলাকার জহির মেহেরুন নার্সিং ইনস্টিটিউট কলেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন শিক্ষার্থী রাবেয়া, সিমা, মিম, জুসি, জেবুন নেছা, অন্তরা, দিপিকা, ঐশী, শারমিন, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক সজল সিকদারসহ দুই শিক্ষক।

১ম বর্ষের শিক্ষার্থী স্বপ্না জানান, আমরা সবাই রুমেই ছিলাম হঠাৎ করে বাহির থেকে রুমের মধ্যে ধোঁয়া আসে। তখন আমরা ভাবি হয়তো কেউ কিছু রান্না করতেছে। কিন্তু তার কিছুক্ষণ পরই সকলের শ্বাস নিতে কস্ট হয়। পরে আমাদের হাসপাতালে নিয়ে আসে অন্য ছাত্র-ছাত্রীরা।

স্বর্ণা নামের আরেক শিক্ষার্থী জানান, আমার হাসপাতালে ডিউটি ছিলো পরে নার্সিং ইনস্টিটিউটের ঘটনা শুনতে পেয়ে তখন তাদের কাছে গেলে আমি নিজেও অসুস্থ হয়ে পরি এবং শ্বাস নিতে এখন আমার খুব কস্ট হচ্ছে।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওহিদুজ্জামান শামিম জানান, হঠাৎ করেই সন্ধ্যায় জহির মেহেরুন নার্সিং কলেজের প্রায় ২৫ জন শিক্ষার্থী শ্বাসকস্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বর্তমানে সকলের চিকিৎসা চলছে এবং আশাকরি তারা সুস্থ হয়ে উঠবে।

জহির মেহেরুন নার্সিং কলেজের চেয়ারম্যান মেহেরুন নেছা বলেন, হঠাৎ করে কিভাবে ৩টা বিল্ডিংয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পরলো এটা ভাবার বিষয়। আমার মনে হচ্ছে কেউ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যাতে করে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতি করা যায়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনা শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে আমি নিজে হাসপাতালে যাই। এছাড়া ঘটনাস্থান পরিদর্শন করে বিস্তারিত জানাতে পারব।

বার্তাবাজার/এম আই