পটুয়াখালীর লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ৭ নভেম্বর বুধবার রাত সাড়ে নয়টার দিকে আলিপুর বাজারের অগ্রণী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

এসময় আনসার মোল্লাকে বাঁচাতে তার স্ত্রী এগিয়ে আসলে তিনিও হামলার শিকার হন। আহত আনসার মোল্লা ও তার স্ত্রী খাদিজা বেগমকে উদ্ধার করে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহত আনসার মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক।

আহত আনসার মোল্লার জানান, আলিপুর বাজারের অগ্রণী ব্যাংকের সামনে দাড়িয়ে ছিলাম হঠাৎ সাঈদ ফকির, নজরুল ফকির, রুবেল, কালাম ফরাজিসহ ২০/২৫ জন লোক এসে তার উপর হামলা চালায়।

মহিপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান, ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/জে আই